
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জে ডি এস সাংসদ প্রজ্বল রেভান্ন এবং তাঁর বাবা প্রাক্তন মন্ত্রী এইচ ডি রেভান্নর বিরুদ্ধে ধর্ষণ এবং অপহরণের মামলা দায়ের করা হল। একই ভিডিওর প্রেক্ষিতে এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল সিটের পক্ষ থেকে ধর্ষণের মামলাটি দায়ের করা হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে আগেই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। শুধু ধর্ষণ নয়, অপহরণের মামলাও দায়ের করা হয়েছে প্রজ্বলের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসার পরই জার্মানিতে পালিয়ে যান প্রজ্বল রেভান্ন। সিটের সঙ্গে কথা বলছেন তাঁর আইনজীবী। ইতিমধ্যেই প্রজ্বলের বিরুদ্ধে বিশ্বব্যাপী লুক আউট নোটিস জারি করা হয়েছে। যে সময়সীমা প্রজ্বলের আইনজীবী চেয়েছিলেন তা খারিজও করে দেওয়া হয়েছে।